যাত্রাপুস্তক 39:38 - বাংলা সমকালীন সংস্করণ38 সোনার বেদি, অভিষেক-তেল, সুগন্ধি ধূপ, এবং তাঁবুর প্রবেশদ্বারের জন্য পর্দা; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 এবং সোনার ধূপগাহ্, অভিষেকের জন্য তেল, ধূপের সুগন্ধি দ্রব্য ও তাঁবু-দ্বারের পর্দা, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 সোনার বেদী, অভিষেকের তেল, সুগন্ধি ধূপ, শিবিরদ্বারের পর্দা, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 এবং স্বর্ণময় বেদি, অভিষেকার্থ তৈল, ধূপার্থ সুগন্ধি দ্রব্য ও তাম্বু-দ্বারের পর্দ্দা, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 মোশিকে সোনার বেদী, অভিষেকের তেল, সুগন্ধী ধূপ-ধূনা এবং তাঁবুর প্রবেশ দরজার পর্দাও দেখানো হল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী38 সোনার বেদি, অভিষেকের তেল এবং সুগন্ধি ধূপ ও তাঁবুর দরজার জন্য পর্দা; অধ্যায় দেখুন |
আমি এখন আমার ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে একটি মন্দির তৈরি করে তাঁর সামনে সুগন্ধি ধূপ পোড়ানোর জন্য, নিয়মিতভাবে উৎসর্গীকৃত রুটি সাজিয়ে রাখার জন্য, এবং প্রতিদিন সকাল-সন্ধ্যায় ও সাব্বাথবারে, অমাবস্যায় ও আমাদের ঈশ্বর সদাপ্রভুর স্থির করে দেওয়া উৎসবের দিনগুলিতে হোমবলি উৎসর্গ করার জন্য সেটি তাঁর কাছে উৎসর্গ করতে চলেছি। এটি ইস্রায়েলের জন্য চিরস্থায়ী পালনীয় এক নিয়ম।