Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 39:11 - বাংলা সমকালীন সংস্করণ

11 দ্বিতীয় সারিতে ছিল ফিরোজা, নীলা ও হীরা;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 দ্বিতীয় পঙ্‌ক্তিতে পদ্মরাগ, নীলকান্ত ও হীরক,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 দ্বিতীয় সারিতে পদ্মরাগ, নীলকান্ত ও হীরা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 দ্বিতীয় উঙ্‌ক্তিতে পদ্মরাগ, নীলকান্ত ও হীরক,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 দ্বিতীয় সারিতে ছিল পদ্মরাগ, নীলকান্ত ও পান্না,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 দ্বিতীয় সারিতে পদ্মরাগ, নীলকান্ত ও হীরক ছিল।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 39:11
5 ক্রস রেফারেন্স  

তুমি ঈশ্বরের বাগান এদনে ছিলে; প্রত্যেক মূল্যবান পাথরে তুমি সজ্জিত ছিলে: পোখরাজ, পীতমণি, হীরা, বৈদূর্যমণি, গোমেদ, সূর্যকান্তমণি, নীলকান্তমণি, ফিরোজা ও পান্না। তোমার অলংকার এবং কারুকার্য সোনা দিয়ে তৈরি করা হয়েছিল; তুমি যেদিন সৃষ্টি হয়েছিলে সেইদিন এগুলি তৈরি করা হয়েছিল।


দ্বিতীয় সারিতে থাকবে ফিরোজা, নীলা ও পান্না;


পরে এটির উপর মূল্যবান মণিরত্নের চারটি সারি চড়িয়ে দিয়ো। প্রথম সারিতে থাকবে চুণী, গোমেদ ও পান্না;


পরে তাঁরা সেটির উপর চার সারি মূল্যবান মণিরত্ন বসিয়ে দিলেন। প্রথম সারিতে ছিল চুণী, গোমেদ ও পান্না;


তৃতীয় সারিতে ছিল নীলকান্তমণি, অকীক ও নীলা;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন