যাত্রাপুস্তক 36:37 - বাংলা সমকালীন সংস্করণ37 তাঁবুর প্রবেশদ্বারের জন্য নীল, বেগুনি, টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি পাকান মসিনা দিয়ে একটি পর্দা তৈরি করলেন—যা হল একজন সূচিশিল্পীর হস্তকলা; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 পরে তিনি তাঁবুর দরজার জন্য নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতা দিয়ে সূচি-কর্মবিশিষ্ট একটি পর্দা তৈরি করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 শিবিরের প্রবেশ দ্বারের জন্য তারা নীল, বেগুনী, লাল ও সূক্ষ্ম সাদা সুতো দিয়ে আর একটি পর্দা তৈরী করল। এটিও সূচীশিল্প শোভিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 পরে তিনি তাম্বুর দ্বারের নিমিত্তে নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্র দ্বারা সূচি-ক্রিয়াবিশিষ্ট এক পর্দ্দা নির্ম্মাণ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 তারপর তারা তাঁবুতে ঢোকার জন্য মিহি শনের কাপড় এবং নীল, বেগুনী ও লাল সুতো ব্যবহার করে দরজার পর্দা তৈরী করল। এর ওপর তারা সুতোর কাজও করল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী37 তিনি তাঁবুর ফটকের জন্য নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতোর মাধ্যমে সূচির কাজ করা একটি পর্দা তৈরী করলেন। অধ্যায় দেখুন |