যাত্রাপুস্তক 34:17 - বাংলা সমকালীন সংস্করণ17 “কোনও প্রতিমা তৈরি কোরো না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তুমি তোমার জন্য ছাঁচে ঢালা কোন দেবতা তৈরি করো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তোমরা ধাতু গলিয়ে কোন দেবমূর্তি নির্মাণ করবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তুমি আপনার নিমিত্তে ছাঁচে ঢালা কোন দেবতা নির্ম্মাণ করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 “কোনও মূর্ত্তি তৈরী করবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 তুমি তোমার জন্য ছাঁচে ঢালা কোন দেবতা তৈরী কোরো না। অধ্যায় দেখুন |
আমি তাদের যে আদেশ দিয়েছিলাম তা থেকে তারা খুব তাড়াতাড়ি বিপথগামী হয়ে পড়েছে এবং নিজেদের জন্য তারা ঢালাই করে বাছুরের আকৃতিবিশিষ্ট একটি প্রতিমা তৈরি করেছে। সেটির সামনে তারা নতজানু হয়েছে এবং সেটির উদ্দেশে বলি উৎসর্গ করে বলেছে, ‘হে ইস্রায়েল, এরাই তোমার সেইসব দেবতা, যারা মিশর থেকে তোমাকে বের করে এনেছেন।’