যাত্রাপুস্তক 34:1 - বাংলা সমকালীন সংস্করণ1 সদাপ্রভু মোশিকে বললেন, “প্রথম দুটির মতো আরও দুটি পাথরের ফলক খোদাই করো, এবং তুমি যে ফলকগুলি ভেঙে ফেলেছিলে, সেগুলিতে যা যা লেখা ছিল আমি এগুলিতেও সেসব কথা লিখে দেব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 পরে মাবুদ মূসাকে বললেন, তুমি আগের মত দু’টি পাথরের ফলক খোদাই করে প্রস্তুত কর; প্রথম যে দু’টি ফলক তুমি ভেঙে ফেলেছ, তাতে যা যা লেখা ছিল, সেসব কথা আমি এই দু’টি ফলকে লিখবো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি প্রথম প্রস্তর ফলক দুটির মত আবার দুটি প্রস্তর ফলক কেটে আন। প্রথম যে প্রস্তর ফলক দুটি তুমি ভেঙ্গে ফেলেছ তাতে যে অনুশাসনগুলি লেখা ছিল, সেগুলি আমি এই দুটিতে লিপিবদ্ধ করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি পূর্ব্বের ন্যায় দুই প্রস্তরফলক খুদ; প্রথম যে দুই ফলক তুমি ভাঙ্গিয়া ফেলিয়াছ, তাহাতে যাহা যাহা লিখিত ছিল, সেই সকল কথা আমি এই দুই ফলকে লিখিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 তখন প্রভু মোশিকে বললেন, “পূর্ববর্তী দুটি প্রস্তর ফলক, যে দুটি তুমি ভেঙ্গেছিলে সেরকম আরো দুটি প্রস্তর ফলক তুমি তৈরী কর। প্রথম ফলক দুটিতে যেসব কথা লেখা হয়েছিল সেইসব কথা আমি আবার এই ফলক দুটিতে লিখব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি প্রথম ফলকের মত দুটি পাথরের ফলক কাটো; প্রথম যে দুটি ফলক তুমি ভেঙে ফেলেছ, তাতে যা যা লেখা ছিল, সেই সব কথা আমি এই দুটি ফলকে লিখব। অধ্যায় দেখুন |