যাত্রাপুস্তক 30:19 - বাংলা সমকালীন সংস্করণ19 সেখান থেকে জল নিয়ে হারোণ ও তার ছেলেদের তাদের হাত পা ধুতে হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 হারুন ও তার পুত্ররা সেই পাত্রে নিজ নিজ হাত ও পা ধুয়ে নেবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 হারোণ ও তার পুত্রেরা সেই জলে হাত-পা ধোবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 হারোণ ও তাহার পুত্রগণ তাহাতে আপন আপন হস্ত ও পদ ধৌত করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 হারোণ ও তার পুত্ররা ঐ পাত্রের জলে তাদের হাত পা ধোবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 হারোণ ও তার ছেলেরা অবশ্যই তাদের হাত এবং পা এই জল দিয়ে ধোবে। অধ্যায় দেখুন |