যাত্রাপুস্তক 28:17 - বাংলা সমকালীন সংস্করণ17 পরে এটির উপর মূল্যবান মণিরত্নের চারটি সারি চড়িয়ে দিয়ো। প্রথম সারিতে থাকবে চুণী, গোমেদ ও পান্না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আর তা চার সারি মণিতে খচিত করবে; তার প্রথম সারিতে চুণী, পীতমণি ও মরকত; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 এর উপরে চারটি সারিতে বিভিন্ন মণি বসিয়ে দেবে। প্রথম সারিতে চুণী, পোখরাজ ও মরকত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আর তাহা চারি পংক্তি মণিতে খচিত করিবে; তাহার প্রথম পংক্তিতে চুণী, পীতমণি ও মরকত; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 বক্ষাবরণে চার সারিতে মণিমানিক্য বসাও। প্রথম সারিতে থাকবে চূনী, পীতমণি ও মরকত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 আর এটির ওপরে চার সারি মূল্যবান মণি লাগিয়ে তৈরী করবে; তার প্রথম সারিতে অবশ্যই চুণী, পীতমণি ও মরকত; অধ্যায় দেখুন |