যাত্রাপুস্তক 27:7 - বাংলা সমকালীন সংস্করণ7 খুঁটিগুলিকে আংটাগুলির মাঝে মাঝে ঢুকিয়ে দিতে হবে যেন বেদিটি বহন করার সময় সেগুলি বেদির দুই পাশে থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর কড়ার মধ্যে ঐ বহন-দণ্ড দেবে; কোরবানগাহ্ বহনকালে তার দুই পাশে সেই বহন-দণ্ড থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 বেদীটি বয়ে নিয়ে যাওয়ার সময় ঐ ডাণ্ডাগুলি বেদীর দুই পাশের আঙটায় মধ্যে ঢুকিয়ে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর কড়ার মধ্যে ঐ বহন-দণ্ড দিবে; বেদি বহনকালে তাহার দুই পার্শ্বে সেই বহন-দণ্ড থাকিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 বেদীর দুপাশে লাগানো আংটার মধ্যে খুঁটি ঢুকিয়ে বেদীকে যেখানে ইচ্ছে বয়ে নিয়ে বেড়াও। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 আর বালার মধ্যে ঐ বহন-দণ্ড দেবে এবং বেদিটি বহনের দিন তার দুই পাশে সেই বহন-দণ্ড অবশ্যই থাকবে। অধ্যায় দেখুন |