যাত্রাপুস্তক 21:32 - বাংলা সমকালীন সংস্করণ32 সেই বলদটি যদি কোনও ক্রীতদাস বা ক্রীতদাসীকে ঢুঁ মারে, তবে সেই মালিককে অবশ্যই সেই ক্রীতদাস বা দাসীর মালিককে ত্রিশ শেকল রুপো দিতে হবে, এবং সেই বলদটিকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 আর তার গরু যদি কারো গোলাম কিংবা বাঁদীকে শিং দিয়ে আঘাত করে তবে সে তার মালিককে ত্রিশ শেকল রূপা দেবে এবং গরুটিকে পাথর মেরে হত্যা করা হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 ষাঁড়টি যদি কারও দাস বা দাসীকে গুঁতিয়ে মারে তাহলে ষাঁড়ের মালিক ক্রীতদাসের মালিককে ত্রিশ শেকেল পরিমাণ রূপো ক্ষতিপূরণ দেবে, আর ষাঁড়টিকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 আর তাহার গোরু যদি কাহারও দাস কিম্বা দাসীকে শৃঙ্গাঘাত করে, তবে সে তাহার প্রভুকে ত্রিশ শেকল রৌপ্য দিবে; এবং গোরু প্রস্তরাঘাতে বধ্য হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 কিন্তু ষাঁড়টি যদি কোনও দাসকে হত্যা করে তবে তার মালিককে 30 টুকরো রূপো দিতে হবে মূল্য হিসেবে এবং ষাঁড়টিকে পাথর দিয়ে মারা হবে। এই নিয়ম স্ত্রী ও পুরুষ দাসের ক্ষেত্রে একই হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 আর তার গরু যদি কোনো ব্যক্তির দাস বা দাসীকে শিং দিয়ে আঘাত করে, তবে গরুর মালিক তাদের মালিককে ত্রিশ শেকল রূপা দেবে এবং গরুটিকে পাথরের আঘাতে হত্যা করা হবে। অধ্যায় দেখুন |