যাত্রাপুস্তক 21:1 - বাংলা সমকালীন সংস্করণ1 “এগুলি সেই বিধিবিধান যা তোমাকে তাদের সামনে রাখতে হবে: অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 তুমি এসব শাসন তাদের সম্মুখে রাখবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 ইসরায়েলীদের মধ্যে তুমি এই বিধি প্রবর্তন করবে: অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 আর তুমি এই সকল শাসন তাহাদের সম্মুখে রাখিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 তারপর ঈশ্বর মোশিকে বললেন, “তুমি অন্য এইসব নিয়মের কথাও লোকদের বলবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 এখন তুমি এই সব শাসন তাদের সামনে অবশ্যই রাখবে। অধ্যায় দেখুন |
বিভিন্ন নগরে যারা বসবাস করে, সেইসব লোক যখন তোমাদের কাছে কোনও সমস্যা নিয়ে আসবে, তখন প্রত্যেকটি ক্ষেত্রেই—রক্তপাত হোক বা বিধানের, আদেশের, বিধির বা নিয়মকানুনের অন্য কোনও বিষয়—তোমাদের তখন তাদের সতর্ক করে দিতে হবে, যেন তারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ না করে; তা না হলে তাঁর ক্রোধ তোমাদের উপর ও তোমাদের লোকজনের উপর নেমে আসবে। এরকমই কোরো, আর তোমরা দোষী হবে না।