যাত্রাপুস্তক 16:25 - বাংলা সমকালীন সংস্করণ25 “আজ এটি খেয়ে নাও,” মোশি বললেন, “কারণ আজ সদাপ্রভুর উদ্দেশে পালনীয় এক সাব্বাথবার। মাঠে আজ তোমরা এর একটিও খুঁজে পাবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 পরে মূসা বললেন, আজ তোমরা এগুলোই ভোজন কর, কেননা আজ মাবুদের বিশ্রামবার; আজ মাঠে তা পাবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 মোশি বললেন, আজ তোমরা এগুলি খাও কারণ আজ প্রভু পরমেশ্বরের নির্দেশিত বিশ্রাম দিন। আজকে তোমরা প্রান্তরে কোন খাদ্য পাবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 পরে মোশি কহিলেন, অদ্য তোমরা ইহা ভোজন কর, কেননা অদ্য সদাপ্রভুর বিশ্রামবার; অদ্য মাঠে ইহা পাইবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 শনিবার মোশি লোকদের বলল, “আজ হল প্রভুর প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিশেষ বিশ্রামের দিন। তাই আজ আর কেউ তোমরা মাঠে যাবে না। গতকালের মজুত করা খাবার আজ খাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 পরে মোশি বললেন, আজ তোমরা এটা ভোজন কর, কারণ আজ সদাপ্রভুর বিশ্রামবার; আজ মাঠে এটা পাবে না। অধ্যায় দেখুন |