যাত্রাপুস্তক 12:24 - বাংলা সমকালীন সংস্করণ24 “তোমাদের নিজেদের ও তোমাদের বংশধরদের জন্য দীর্ঘস্থায়ী এক বিধিরূপে তোমরা এই নির্দেশাবলির বাধ্য হোয়ো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর তোমরা ও যুগানুক্রমে তোমাদের সন্তানেরা নিয়ম হিসেবে এই রীতি পালন করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তোমরা ও তোমাদের বংশধরেরা চিরকাল এই বিধি পালন করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর তোমরা ও যুগানুক্রমে তোমাদের সন্তানেরা বিধি বলিয়া এই রীতি পালন করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 তোমরা অবশ্যই এই আদেশ মনে রাখবে, এই নিয়ম তোমাদের ও তোমাদের উত্তরপুরুষদের জন্য চিরকাল থাকবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 আর তোমরা ও যুগ যুগ ধরে তোমাদের সন্তানেরা নিয়ম হিসাবে এই রীতি পালন করবে। অধ্যায় দেখুন |