যাকোব 1:7 - বাংলা সমকালীন সংস্করণ7 সেই ব্যক্তি এমন মনে না করুক যে, সে প্রভুর কাছ থেকে কিছু পাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 সেই ব্যক্তি যে প্রভুর কাছ থেকে কিছু পাবে, এমন আশা না করুক; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7-8 এই ধরণের দ্বিধাগ্রস্ত ব্যক্তি, যার মনের স্থিরতা নেই সে যেন প্রভুর কাছ থেকে কিছু পাওয়ার প্রত্যাশা না করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে, এমন বোধ না করুক; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7-8 এই প্রকার লোক দুই মনের মানুষ, প্রত্যেকটি কাজেই চঞ্চল ও অস্থির। এমন লোকের মনে করা উচিত নয় যে প্রভুর কাছে সে কিছু পাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 সেই ব্যক্তি যে প্রভুর কাছে কিছু পাবে এমন আশা না করুক; অধ্যায় দেখুন |