যাকোব 1:21 - বাংলা সমকালীন সংস্করণ21 সেই কারণে, তোমাদের জীবনের সমস্ত নৈতিক কলুষতা ও মন্দতা থেকে মুক্ত হও ও তোমাদের মধ্যে বপন করা সেই বচনকে নতনম্ররূপে গ্রহণ করো, যা তোমাদের পরিত্রাণ সাধন করতে পারে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 অতএব তোমরা সকল নাপাকীতা এবং নাফরমানীর উচ্ছ্বাস ফেলে দিয়ে, মৃদুভাবে সেই রোপিত কালাম গ্রহণ কর, যা তোমাদের প্রাণের নাজাত সাধন করতে পারে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 এইজন্য মনের মধ্যে আগাছার মত যতসব কলুষ কালিমা রয়েছে তা পরিষ্কার কর এবং ঈশ্বর যে বাক্য-বীজ তোমাদের অন্তরে বপন করেছেন, বিনম্র চিত্তে গ্রহণ কর এবং তার পরিচর্যা কর। এই বাক্য-বীজই তোমাদের উদ্ধার করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 অতএব তোমরা সকল অশুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া, মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ কর, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তাই তোমাদের জীবন থেকে সব রকমের অপবিত্রতা ও যা কিছু মন্দ, যা তোমাদের চারপাশে রয়েছে তাকে দূরে সরিয়ে দাও; আর নম্রভাবে ঈশ্বরের শিক্ষা গ্রহণ কর যা তিনি তোমাদের হৃদয়ে বপন করেছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 অতএব, তোমরা সমস্ত অপবিত্রতা ও মন্দতা ত্যাগ করে, নম্র ভাবে সেই বাক্য যা তোমাদের মধ্যে রোপণ করা হয়েছে তা গ্রহণ কর, যা তোমাদের প্রাণের উদ্ধার করতে সক্ষম। অধ্যায় দেখুন |