মীখা 6:11 - বাংলা সমকালীন সংস্করণ11 আমি কি তাকে নির্দোষ মানব যার কাছে অসাধু দাঁড়িপাল্লা এবং থলিতে কম ওজনের বাটখারা আছে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 নাফরমানীর নিক্তিতে ও ছলনার বাট্খারায় আমি কি বিশুদ্ধ হব? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 কি করে আমি তাদের ক্ষমা করব, যারা লোক ঠকাবার জন্য ত্রুটিপূর্ণ নিক্তি ও কম ওজনের বাটখারায় জিনিস ওজন করে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 দুষ্টতার নিক্তিতে ও ছলনার বাট্খারায় আমি কি বিশুদ্ধ হইব? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 এইসব লোকেদের কি আমার ক্ষমা করা উচিত, যারা চুরি করে এবং লোকেদের প্রতারিত করে? যারা এখনও লোকেদের ভুল থলি ও ভুল মাপনযন্ত্র দিয়ে প্রতারিত করে তাদের কি আমার ক্ষমা করা উচিৎ? না! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 আমি কি কোন ব্যক্তিকে নিরীহ বলে মেনে নেব যদি সে প্রতারণার দাঁড়িপাল্লা ব্যবহার করে, ছলনায় ভরা বাটখারা ব্যবহার করে? অধ্যায় দেখুন |