মীখা 6:10 - বাংলা সমকালীন সংস্করণ10 হে দুষ্ট ঘর, আমি কি ভুলে যাব অসৎ উপায়ে পাওয়া তোমার ধনসম্পদ এবং কম মাপের ঐফা, যা অভিশপ্ত? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 দুষ্টের বাড়িতে কি এখনও নাফরমানীর ভাণ্ডার ও ঘৃণিত হীন ঐফা আছে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 দুর্জনের গৃহে অসদুপায়ে সঞ্চিত হয় সম্পদ নিক্তিতে তারা কম ওজন করে লোকদের দেয়, যা আমি ঘৃণা করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 দুষ্টের গৃহে কি এখনও দুষ্টতার ভাণ্ডার ও ঘৃণিত হীন ঐফা আছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 খারাপ লোকেরা কি এখনও চুরি করা মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখছে? সেই খারাপ লোকেরা কি এখনও খুব ছোট্ট টুকরী দিয়ে লোক ঠকাচ্ছে? হ্যাঁ! ঐসব ঘটনা এখনও ঘটছে! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 দুষ্টদের ঘরে সম্পত্তি আছে যা অসাধুতার এবং মিথ্যার দাঁড়িপাল্লা যা জঘন্য। অধ্যায় দেখুন |