মীখা 5:1 - বাংলা সমকালীন সংস্করণ1 ওহে সৈন্যদলের নগর, এখন তোমার সৈন্যদল নিয়ে যাও, কারণ আমাদের বিরুদ্ধে অবরোধ হচ্ছে। ইস্রায়েলের শাসনকর্তার গালে লাঠি দিয়ে আঘাত করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 হে সৈন্যদল-কন্যা, এখন তুমি প্রাচীরের মধ্যেই অবরুদ্ধ হলে; কারণ আমাদের বিরুদ্ধে একটা অবরোধ হল। তারা দণ্ড দিয়ে ইসরাইলের বিচারকর্তার চোঁয়ালে আঘাত করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 হে জেরুশালেমের অধিবাসীবৃন্দ, তোমাদের সৈন্য সমাবেশ কর, কারণ অবরুদ্ধ হয়েছি আমরা, ইসরায়েলের শাসনকর্তাকে আক্রমণ করা হয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 হে সৈন্যদল-কন্যা, এখন তুমি সৈন্যদলস্বরূপ হইবে; সে আমাদের বিরুদ্ধে অবরোধ করিল, লোকে দণ্ড দিয়া ইস্রায়েলের বিচারকর্ত্তার হনূতে আঘাত করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 এখন, ওহে শক্তিশালী শহর, তোমাদের সৈন্যদের একত্রিত কর। তারা তাদের লাঠি দিয়ে ইস্রায়েলের বিচারকের গালে আঘাত করবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 যিরুশালেমের লোকেরা, এখন সামরিকপদ অনুযায়ী একত্রিত হও। একটি দেওয়াল তোমাদের শহরের চারিদিকে আছে, কিন্তু তারা ইস্রায়েলের নেতাদের গালে লাঠি দিয়ে আঘাত করবে। অধ্যায় দেখুন |