মার্ক 9:22 - বাংলা সমকালীন সংস্করণ22 এ তাকে মেরে ফেলার জন্য বহুবার জলে ও আগুনে ফেলে দিয়েছে। কিন্তু আপনি যদি কিছু করতে পারেন, আমাদের প্রতি সদয় হোন ও আমাদের সাহায্য করুন।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 আর সেই রূহ্ একে বিনাশ করার জন্য অনেক বার আগুনে ও অনেক বার পানিতে ফেলে দিয়েছে; কিন্তু আপনি যদি কিছু করতে পারেন, তবে আমাদের প্রতি রহম করে উপকার করুন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)22 ár ai átmá iháke nashta karibár nimitte anekbár agnite o anekbár jale pheliyáche; ekhan ápani jadi kichu karite páren, tabe ámáder prati karuná kariyá upakár karun. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 বহুবার ছেলেটাকে ও মেরে ফেলার জন্য আগুনে ও জলে ফেলে দিয়েছে। আপনি যদি কিছু করতে পারেন দেখুন, দয়া করে আমাদের সাহায্য করুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 আর সেই আত্মা ইহাকে বিনাশ করিবার নিমিত্ত অনেক বার আগুনে ও অনেক বার জলে ফেলিয়া দিয়াছে; কিন্তু আপনি যদি কিছু করিতে পারেন, তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার করুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 এই আত্মা একে মেরে ফেলার জন্য অনেকবার আগুনে ও জলে ফেলে দিয়েছে। আপনি যদি কিছু করতে পারেন, তবে দয়া করে আমাদের উপকার করুন।” অধ্যায় দেখুন |