মার্ক 9:20 - বাংলা সমকালীন সংস্করণ20 তারা তাকে নিয়ে এল। অশুচি আত্মাটি যীশুকে দেখে সঙ্গে সঙ্গে ছেলেটিকে খুব জোরে মুচড়ে ধরল। সে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগল, ও তার মুখ দিয়ে ফেনা বের হতে লাগল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 তারা তাকে তাঁর কাছে আনলো; তাঁকে দেখামাত্র সেই রূহ্ তাকে অতিশয় মুচড়ে ধরলো। সে ভূমিতে পড়ে গড়াগড়ি দিতে লাগল আর মুখ দিয়ে ফেনা বের হতে লাগল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)20 Táháte se táṇhár nikaṭ áníta haile táṇháke dekhibámátra ai átmá bálakṭíke eman mucṛáiyá dharila, je se bhúmite paṛiyá phená bhángiyá gaṛágaṛi dite lágila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 তারা ছেলেটিকে নিয়ে এল। যীশুকে দেখতে পেয়েই অশুচি আত্মাটা ছেলেটিকে খুব জোরে মুচড়ে ধরল। সে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগল, ওর মুখ থেকে ফেনা বার হতে লাগল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 তাহারা তাহাকে তাঁহার নিকটে আনিল; তাঁহাকে দেখিবামাত্র সেই আত্মা তাহাকে অতিশয় মুচড়াইয়া ধরিল, আর সে ভূমিতে পড়িয়া ফেনা ভাঙ্গিয়া গড়াগড়ি দিতে লাগিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 তারা তাকে তাঁর কাছে নিয়ে এল। যীশুকে দেখামাত্র সেই আত্মা ছেলেটিকে মুচড়ে ধরল; আর সে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগল, তার মুখ দিয়ে ফেনা বার হচ্ছিল। অধ্যায় দেখুন |