মার্ক 9:15 - বাংলা সমকালীন সংস্করণ15 সমস্ত লোক যেই যীশুকে দেখতে পেল, তারা বিস্ময়ে অভিভূত হল ও দৌড়ে গিয়ে তাঁকে অভিবাদন জানাল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তাঁকে দেখামাত্র সমস্ত লোক অতিশয় চমৎকৃত হল ও তাঁর কাছে দৌড়ে গিয়ে তাঁকে সালাম জানালো। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)15 Pare samágata lok sakal táṇháke dekhibá mátra nitánta bishmayápanna haiyá táṇhár nikaṭe dauṛiyá giyá táṇháke mangalabád karila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 যীশুকে দেখতে পেয়ে সকলে বিস্ময়ে অভিভূত হয়ে গেল। ছুটে গিয়এ তাঁকে অভিবাদন জানাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তাঁহাকে দেখিবামাত্র সমস্ত লোক অতিশয় চমৎকৃত হইল, ও তাঁহার নিকটে দৌড়িয়া গিয়া তাঁহাকে মঙ্গলবাদ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 তাঁকে দেখামাত্র সমস্ত লোক অবাক হল এবং তাঁর কাছে দৌড়ে গিয়ে তাঁকে প্রণাম জানাতে লাগল। অধ্যায় দেখুন |