মার্ক 9:13 - বাংলা সমকালীন সংস্করণ13 কিন্তু আমি তোমাদের বলছি, এলিয় এসে গেছেন। আর তাঁর বিষয়ে যেমন লেখা আছে, তেমনই লোকেরা তাঁর প্রতি তাদের ইচ্ছামতো দুর্ব্যবহার করেছে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 কিন্তু আমি তোমাদেরকে বলছি, ইলিয়াসের বিষয়ে যেমন লেখা আছে, সেই অনুসারে তিনি এসে গেছেন এবং লোকেরা তাঁর প্রতি যা ইচ্ছা তা-ই করেছে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)13 Parantu ámi tomádigake kahitechi, Eliyer bishaye je rúp lekhá áche, tadanusáre tini ásiyá giyáchen, ebaṇg lokerá táṇhár prati ápanáder icchámata byabahár kariyáche. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 কিন্তু আমি তোমাদের বলছি, এলিয় এসে গেছেন এবং তাঁর সম্বন্ধে শাস্ত্রে যেমন লেখা আছে সেইভাবে তারা তাঁর সঙ্গে যথেচ্ছ ব্যবহার করেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, এলিয়ের বিষয়ে যেরূপ লেখা আছে, তদনুসারে তিনি আসিয়া গিয়াছেন, এবং লোকেরা তাঁহার প্রতি যাহা ইচ্ছা, তাহাই করিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 কিন্তু আমি তোমাদের বলছি, এলিয়ের বিষয়ে যেমন লেখা আছে, সেই অনুসারে তিনি এসে গেছেন এবং লোকরা তাঁর প্রতি যা ইচ্ছে তাই করেছে।” অধ্যায় দেখুন |