মার্ক 8:35 - বাংলা সমকালীন সংস্করণ35 কারণ যে তার জীবন রক্ষা করতে চায়, সে তা হারাবে, কিন্তু যে তার জীবন আমার ও সুসমাচারের জন্য হারায়, সে তা রক্ষা করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 কেননা যে কেউ আপন প্রাণ রক্ষা করতে ইচ্ছা করে, সে তা হারাবে; কিন্তু যে কেউ আমার এবং ইঞ্জিলের জন্য আপন প্রাণ হারায়, সে তা রক্ষা করবে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)35 Kenaná je keha ápan prán rakshá karite bánchá kare, se táhá háráibe; kintu je keha ámár ebaṇg susamácárer nimitte ápan prán háráy, se táhá rakshá karibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 কারণ যে নিজের প্রাণ বাঁচাতে চায় সে তা হারাবে কিন্তু যে আমার জন্য এবং সুসমাচারের জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়, সে তা রক্ষা করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে; কিন্তু যে কেহ আমার এবং সুসমাচারের নিমিত্ত আপন প্রাণ হারায়, সে তাহা রক্ষা করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 কারণ কেউ যদি নিজের প্রাণ রক্ষা করতে চায় তবে সে তা হারাবে; কিন্তু কেউ যদি আমার এবং সুসমাচারের জন্য নিজের প্রাণ হারায় তবে তার জীবন চিরস্থায়ী হবে। অধ্যায় দেখুন |