মার্ক 8:32 - বাংলা সমকালীন সংস্করণ32 তিনি এ বিষয়ে স্পষ্টরূপে কথা বললেন, কিন্তু পিতর তাঁকে এক পাশে নিয়ে অনুযোগ করতে লাগলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 এই কথা তিনি স্পষ্টভাবেই বললেন। তাতে পিতর তাঁকে কাছে নিয়ে অনুযোগ করতে লাগলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)32 Ei kathá tini spashṭa‐rúpe kahiten. Táháte Pitar táṇháke ek párshve laiyá giyá anujog karite lágila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 একথা তিনি স্পষ্টভাবেই বললেন। তাই পিতর তাঁকে একান্তে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 এই কথা তিনি স্পষ্টরূপেই কহিলেন। তাহাতে পিতর তাঁহাকে কাছে লইয়া অনুযোগ করিতে লাগিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 এই কথা তিনি তাঁদের স্পষ্টভাবে বললেন। তাতে পিতর তাঁকে একপাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন। অধ্যায় দেখুন |