মার্ক 8:14 - বাংলা সমকালীন সংস্করণ14 শিষ্যেরা রুটি নিতে ভুলে গিয়েছিলেন। নৌকায় তাঁদের সঙ্গে কেবলমাত্র একটি রুটি ছাড়া আর কোনো রুটি ছিল না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর সাহাবীরা রুটি নিতে ভুলে গিয়েছিলেন, নৌকায় তাঁদের কাছে কেবল একখানি ছাড়া আর রুটি ছিল না। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)14 Takhan [shishyagan] ruṭí laite bismrita haila, ebaṇg nauká madhye táháder káche kebal ek khán ruṭí chila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 শিষ্যেরা সঙ্গে রুটি নিতে ভুলে গিয়েছিলেন। নৌকায় তাঁদের সঙ্গে একখানা মাত্র রুটি ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর শিষ্যগণ রুটী লইতে ভুলিয়া গিয়াছিলেন, নৌকায় তাঁহাদের কাছে কেবল একখানি ব্যতীত আর রুটী ছিল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 কিন্তু শিষ্যরা রুটি আনতে ভুলে গিয়েছিলেন: নৌকায় তাদের কাছে কেবল একখানা রুটি ছাড়া আর কোন রুটি ছিল না। অধ্যায় দেখুন |