মার্ক 7:4 - বাংলা সমকালীন সংস্করণ4 হাটবাজার থেকে ফিরে এসে তারা স্নান না করে খাবার খেতো না। আরও বহু প্রথা তারা পালন করত, যেমন ঘটি, কলশি ও বিভিন্ন পাত্র পরিষ্কার করা।) অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর বাজার থেকে আসলে তারা গোসল না করে আহার করে না। এছাড়া তারা আরও অনেক বিষয় মানবার হুকুম পেয়েছে, যথা, ঘটি, ঘড়া ও ব্রোঞ্জের নানা পাত্র ইত্যাদি ধোয়া। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)4 Ebaṇg bájár haite [áile] snán ná kariyá áhár kare ná; ebaṇg etadbhinna táhárá ghaṭí o pittaler pátra o shajyá jale magna kará ityádi náná byabahár mánibár ádesh gráhja kariyáche. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 বাজার থেকে আসার পর স্নান না করে তারা খায় না। এছাড়অ আরও অনেক প্রথা আছে যেগুলি তারা পালন করে থাকে, যেমন ঘটি, বাটি, তামার গামলা, খাট বিছানা ইত্যাদি ধোয়া।) অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর বাজার হইতে আসিলে তাহারা স্নান না করিয়া আহার করে না; এবং তাহারা আরও অনেক বিষয় মানিবার আদেশ প্রাপ্ত হইয়াছে, যথা, ঘটী, ঘড়া ও পিত্তলের নানা পাত্র ধৌত করা।— অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 আর বাজার থেকে কোন কিছু কিনলে তা বিশেষভাবে না ধুয়ে খেতো না। আরও বহু প্রাচীন রীতি নীতি তারা মেনে চলত, যেমন পানপাত্রটি, কলসী ও পিতলের নানা পাত্র ধোওয়া ইত্যাদি। অধ্যায় দেখুন |