মার্ক 6:50 - বাংলা সমকালীন সংস্করণ50 তাঁরা চিৎকার করে উঠলেন, কারণ তাঁরা সবাই তাঁকে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। তিনি তক্ষুনি তাঁদের সঙ্গে কথা বললেন। তিনি বললেন, “সাহস করো! এ আমি! ভয় পেয়ো না।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস50 কারণ সকলেই তাঁকে দেখেছিলেন ও ভীষণ ভয় পেয়েছিলেন। কিন্তু তিনি তৎক্ষণাৎ তাঁদের সঙ্গে কথা বললেন, তাঁদেরকে বললেন, সাহস কর, এই আমি, ভয় করো না। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)50 káran sakale táṇháke dekhiyá byákul haiyáchila. Ata‐eb tini tatkshanát táháder sahit áláp karata kahilen, Sáhas kara, ei ámi; bhay kario ná. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)50 তাঁকে দেখে সকলে খুব ভয় পেয়এ গেলেন। তাই যীশু তাঁদের বললেন, ভয় পেয়ো না, এ আমি! ভয়ের কিছু নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)50 কারণ সকলেই তাঁহাকে দেখিয়াছিলেন ও ব্যাকুল হইয়াছিলেন। কিন্তু তিনি তৎক্ষণাৎ তাঁহাদের সহিত কথা কহিলেন, তাঁহাদিগকে বলিলেন, সাহস কর, এ আমি, ভয় করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল50 কারণ তাঁরা সকলেই তাঁকে দেখে ভয় পেয়েছিলেন; কিন্তু যীশু সঙ্গে সঙ্গে তাঁদের বললেন, “সাহস করো! ভয় করো না, এতো আমি!” অধ্যায় দেখুন |