মার্ক 5:11 - বাংলা সমকালীন সংস্করণ11 অদূরে পাহাড়ের ঢালে বিশাল একপাল শূকর চরে বেড়াচ্ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 সেই স্থানে পর্বতের পাশে একটি বড় শূকরের পাল চরছিল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)11 Ai stháne parbater párshve shúkarer ek brihat pál caritechila; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 কাছেই পাহাড়ে বিরাট একপাল শুকর চরছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 সেই স্থানে পর্ব্বতের পার্শ্বে এক বৃহৎ শূকরপাল চরিতেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 সেখানে পর্বতের পাশে একদল শুয়োর চরছিল, অধ্যায় দেখুন |
কিন্তু যে কেউ ষাঁড় বলিদান করে, সে এক নরঘাতকের তুল্য, যে কেউ মেষশাবক উৎসর্গ করে, সে যেন কুকুরের ঘাড় ভাঙে; যে কেউ শস্য-নৈবেদ্য উৎসর্গ করে, সে শূকরের রক্ত উপহার দেয়, আর যে কেউ সুগন্ধি ধূপ উৎসর্গ করে, সে যেন প্রতিমাপুজো করে। তারা সবাই নিজের নিজের পথ বেছে নিয়েছে, তাদের ঘৃণ্য বস্তুগুলিতে তাদের প্রাণ আমোদিত হয়;