মার্ক 4:5 - বাংলা সমকালীন সংস্করণ5 কিছু বীজ পাথুরে জমিতে পড়ল, যেখানে মাটি গভীর ছিল না। মাটি অগভীর থাকাতে সেগুলো দ্রুত অঙ্কুরিত হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আর কতগুলো বীজ পাথুরে ভূমিতে পড়লো, যেখানে বেশি মাটি ছিল না। সেখানে বেশি মাটি না পাওয়াতে তা শীঘ্র অঙ্কুরিত হয়ে উঠলো, অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)5 Ár katak alpa mrittikájukta páshánmay stháne paṛila; táháte alpa mrittiká‐prajukta táhá shíghra ankurita haiyá uṭhila baṭe, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 কিছু বীজ পড়ল পাথুরে জমিতে, সেখানে বেশি মাটি ছিল না। মাটির গভীরতা না থাকায় বীজগুলি তাড়াতাড়ি অঙ্কুরিত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর কতক বীজ পাষাণময় স্থানে পড়িল, যেখানে অধিক মাটী পাইল না; তাহাতে অধিক মাটী না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 আবার কতকগুলো বীজ পাথুরে জমিতে পড়ল, সেখানে বেশী মাটি ছিল না। বেশী মাটি না থাকাতে খুব তাড়াতাড়ি বীজ থেকে অঙ্কুর বার হল: অধ্যায় দেখুন |