মার্ক 4:41 - বাংলা সমকালীন সংস্করণ41 আতঙ্কগ্রস্ত হয়ে তারা পরস্পর বলাবলি করতে লাগলেন, “ইনি তাহলে কে? ঝড় ও ঢেউ যে এঁর আদেশ পালন করে!” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 তাতে তাঁরা ভীষণ ভয় পেয়ে পরস্পর বলতে লাগলেন, ইনি তবে কে যে, বাতাস এবং সমুদ্রও এঁর হুকুম মানে? অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)41 Táháte táhárá atishay bhíta haiyá paraspar kahite lágila. Áh! ini ke, je báyu ebaṇg samudra‐o iṇhár ájná máne? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 এতে তাঁরা আরও ভীত হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, কে ইনি? ঝড় আর সাগর পর্যন্ত এঁর আদেশ পালন করে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 তাহাতে তাঁহারা অতিশয় ভীত হইয়া পরস্পর কহিতে লাগিলেন, ইনি তবে কে যে, বায়ু এবং সমুদ্রও ইহাঁর আজ্ঞা মানে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল41 কিন্তু শিষ্যরা আরও ভয় পেয়ে পরস্পরের মধ্যে বলাবলি করতে লাগলেন, “ইনি তবে কে? এমন কি ঝড় এবং সমুদ্রও এঁর কথা শোনে।” অধ্যায় দেখুন |