মার্ক 4:4 - বাংলা সমকালীন সংস্করণ4 সে যখন বীজ ছড়াচ্ছিল, কিছু বীজ পথের ধারে পড়ল। আর পাখিরা এসে তা খেয়ে ফেলল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 বপনের সময়ে কতগুলো বীজ পথের পাশে পড়লো, তাতে পাখিরা এসে তা খেয়ে ফেললো। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)4 Bapaner samaye katak bíj pather párshve paṛila, táháte ákásher pakshigan ásiyá táhá kháiyá phelila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 বুনবার সময় কিছু বীজ পড়ল পথের উপর, পাখিরা এসে সেগুলি খেয়ে নিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 বপনের সময়ে কতক বীজ পথের পার্শ্বে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 বোনার সময় কতকগুলো বীজ পথের পাশে পড়ল, তাতে পাখিরা এসে তা খেয়ে ফেলল। অধ্যায় দেখুন |