মার্ক 4:39 - বাংলা সমকালীন সংস্করণ39 তিনি উঠে ঝড়কে থেমে যাওয়ার আদেশ দিলেন ও ঢেউগুলিকে বললেন, “শান্ত হও! স্থির হও!” তখন ঝড় থেমে গেল ও সবকিছু সম্পূর্ণ শান্ত হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 তখন তিনি জেগে উঠে বাতাসকে ধমক্ দিলেন ও সমুদ্রকে বললেন, নীরব হও, স্থির হও; তাতে বাতাস থেমে গেল এবং মহাশান্তি হল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)39 Takhan tini uṭhiyá báyuke dhamak dilen, o samudrake kahilen, nírab hao, cup kara; táháte báyu nibritta haila, ebaṇg samudra atishay nithar haila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 যীশু উঠে ঝড়কে ধমক দিলেন, থাম! সাগরকে বললেন, শান্ত হও। ঝড় থেমে গেল, সাগরে নেমে এল প্রশান্তি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক্ দিলেন, ও সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও; তাহাতে বাতাস থামিল, এবং মহাশান্তি হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 তখন তিনি জেগে উঠে ঝড়কে ধমক দিলেন ও সমুদ্রকে বললেন, “থাম! শান্ত হও!” সঙ্গে সঙ্গে ঝড় থেমে গেল, আর সবকিছু শান্ত হল। অধ্যায় দেখুন |