মার্ক 4:27 - বাংলা সমকালীন সংস্করণ27 দিনরাত সে জেগে বা ঘুমিয়ে কাটালেও, বীজের অঙ্কুরোদ্গম হয় ও তা বেড়ে ওঠে। অথচ, কেমন করে তা হল, তার সে কিছুই বুঝতে পারে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 পরে রাতে ঘুমিয়ে থেকে ও দিনে জেগে থেকে সময় কাটায়, ইতোমধ্যে ঐ বীজ অঙ্কুরিত হয়ে বেড়ে উঠে, কিন্তু কিভাবে তা বেড়ে উঠে তা সে জানে না। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)27 Pare rát din nidrá jáy o gátrotthán kare, itimadhye táhár ajnátasáre ai bíj ankurita haiyá briddhi páy. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 তারপর কিছুদিন ঘুমিয়ে কাটিয়ে দিল। ওদিকে বীজ অঙ্কুরিত হয়ে বেড়ে উঠল। কি করে যে এটা হল লোকটি সে সম্বন্ধে কিছুই জানল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 কোন ব্যক্তি যেন ভূমিতে বীজ বুনে; পরে রাত দিন নিদ্রা যায় ও উঠে, ইতিমধ্যে ঐ বীজ অঙ্কুরিত হইয়া বাড়িয়া উঠে, কিরূপে, তাহা সে জানে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 পরে সে দিন রাত ঘুমিয়ে জেগে উঠল; ইতিমধ্যে ঐ বীজ থেকে অঙ্কুর হল ও বাড়তে লাগল; কেমন করে বাড়ছে সে তা জানল না। অধ্যায় দেখুন |