মার্ক 4:21 - বাংলা সমকালীন সংস্করণ21 তিনি তাদের বললেন, “তোমরা কি কোনো প্রদীপ এনে, তা কোনও গামলা বা খাটের নিচে রাখো? বরং তোমরা কি তা বাতিদানের উপরেই রাখো না? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তিনি তাদেরকে আরও বললেন, কাঠার নিচে কিংবা পালঙ্কের নিচে রাখার জন্য কেউ কি প্রদীপ আনে? না কি তা প্রদীপ-আসনের উপরে রাখার জন্য? অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)21 Tini táhádigake áro kahilen, káṭhár níce kimbá kháṭer níce rákhibár nimitte keha ki pradíp áne? ná dípádhárer upare rákhibár nimitte táhá áne? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 যীশু বললেন, প্রদীপ জ্বালা হয় কি পাত্র দিয়ে ঢেকে রাখার জন্য, না খাটের তলায় রাখার জন্য? বাতিদানের উপরে রাখার জন্যই কি প্রদীপ জ্বালা হয় না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তিনি তাহাদিগকে আরও কহিলেন, কাঠার নীচে কিম্বা খাটের নীচে রাখিবার জন্য কেহ কি প্রদীপ আনে? না দীপাধারের উপরে রাখিবার জন্য? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তিনি তাদের আরো বললেন, “প্রদীপ জ্বেলে কি কেউ ধামা চাপা দিয়ে বা খাটের নীচে রাখে? বাতিদানের ওপরে রাখবার জন্য কি তা জ্বালে না? অধ্যায় দেখুন |