মার্ক 3:8 - বাংলা সমকালীন সংস্করণ8 তারা যখন যীশুর সমস্ত কীর্তির কথা শুনল, তখন যিহূদিয়া, জেরুশালেম, ইদুমিয়া, জর্ডনের অপর পারের অঞ্চল এমনকি টায়ার ও সীদোনের চারদিক থেকে অসংখ্য মানুষ তাঁর কাছে এসে জড়ো হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আর তিনি যে সমস্ত মহৎ মহৎ কাজ করছিলেন তা শুনে এহুদিয়া, জেরুশালেম, ইদোম, জর্ডান নদীর অপর পারস্থ দেশ এবং টায়ার ও সিডনের চারদিক থেকে অনেক লোক তাঁর কাছে আসল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)8 ebaṇg Jihúdiyá o Jirúshálem ebaṇg Idom o Jardaner párastha desh haite [ágata], ebaṇg Sor o Sídoner ancalnibási bahúsankhyak lok táṇhár sakal karmer sambád shuniyá táṇhár nikaṭ áila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 যীশুর সমস্ত কাজের কথা শুনে গালীল, যিহুদীয়া, জেরুশালেম, ইদুমিয়া, জর্ডন নদীর ওপার থেকে এবং টায়ার ও সীদোন অঞ্চল থেকে এরা সবাই এসেছিল যীশুর কাছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আর যিহূদিয়া, যিরূশালেম, ইদোম, যর্দ্দন নদীর পরপারস্থ দেশ এবং সোর ও সীদোনের চারিদিক্ হইতে অনেক লোক, তিনি যে সমস্ত মহৎ মহৎ কার্য্য করিতেছিলেন, তাহা শুনিয়া তাঁহার নিকটে আসিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 তিনি যে সমস্ত অলৌকিক কাজ করেছিলেন তা শুনে এই বিশাল জনতা তাঁর কাছে এসেছিল। অধ্যায় দেখুন |