মার্ক 3:6 - বাংলা সমকালীন সংস্করণ6 এরপর ফরিশীরা বেরিয়ে গেল এবং হেরোদীয় সম্প্রদায়ের সঙ্গে ষড়যন্ত্র করতে শুরু করল যে, কীভাবে যীশুকে হত্যা করা যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 পরে ফরীশীরা বের হয়ে কিভাবে তাঁকে বিনষ্ট করা যায় সেই ব্যাপারে তৎক্ষণাৎ হেরোদীয়দের সঙ্গে তাঁর বিরুদ্ধে পরামর্শ করতে লাগল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)6 Pare Pharíshirá bahirgata haiyá tatkshanát Herodíyader sahit taṇháke nashta karanártha mantraná karite lágila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 সঙ্গে সঙ্গে ফরিশীরা বেরিয়ে গেল সমাজভবন থেকে এবং হেরোদপন্থী লোকদের সঙ্গে মিলে যীশুকে হত্যা করার ষড়যন্ত্র করতে লাগল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 পরে ফরীশীরা বাহির হইয়া তৎক্ষণাৎ হেরোদীয়দের সহিত তাঁহার বিরুদ্ধে মন্ত্রণা করিতে লাগিল, কি প্রকারে তাঁহাকে বিনষ্ট করিতে পারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 ফরীশীরা বেরিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে হেরোদীয়দের সাথে যীশুর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল, যে কেমন করে তাঁকে হত্যা করতে পারে। অধ্যায় দেখুন |