মার্ক 2:17 - বাংলা সমকালীন সংস্করণ17 একথা শুনে যীশু তাদের বললেন, “পীড়িত ব্যক্তিরই চিকিৎসকের প্রয়োজন, সুস্থ ব্যক্তির নয়। আমি ধার্মিকদের নয়, কিন্তু পাপীদের আহ্বান করতে এসেছি।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 ঈসা তা শুনে তাদেরকে বললেন, সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন, নেই কিন্তু অসুস্থদেরই প্রয়োজন আছে; আমি ধার্মিকদেরকে নয়, কিন্তু গুনাহ্গারদেরকেই ডাকতে এসেছি। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)17 Jíshu táhá shuniyá táhádigake uttar karilen, sustha lokder cikitshake prayojan nái, píṛita lokderi prayojan áche; ámi dhármikdigake áhván karite ási nái, kintu manapparibartanárthe pápidigake [áhván karite ásiyáchi]. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 যীশু তাঁদের কথা শুনতে পেয়ে বললেন, রোগীদের জন্যই চিকিৎসকদের প্রয়োজন, সুস্থদের নয়। আমি এসেছি পাপীদের আহ্বান করতে, ধার্মিকদের নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 যীশু তাহা শুনিয়া তাহাদিগকে কহিলেন, সুস্থ লোকদের চিকিৎসকে প্রয়োজন নাই, কিন্তু পীড়িতদেরই প্রয়োজন আছে; আমি ধার্ম্মিকদিগকে নয়, কিন্তু পাপীদিগকেই ডাকিতে আসিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 এই কথা শুনে যীশু তাদের বললেন, “সুস্থ লোকের চিকিৎসকের প্রয়োজন নেই, কিন্তু রোগীদের জন্যই চিকিৎসকের প্রয়োজন। আমি ধার্মিকদের নয়, কিন্তু পাপীদের ডাকতে এসেছি।” অধ্যায় দেখুন |