মার্ক 2:16 - বাংলা সমকালীন সংস্করণ16 পাপী ও কর আদায়কারীদের সঙ্গে ওইভাবে পাশাপাশি বসে যীশুকে খাওয়াদাওয়া করতে দেখে, কয়েকজন শাস্ত্রবিদ ফরিশী যীশুর শিষ্যদের জিজ্ঞাসা করল, “তিনি এইসব কর আদায়কারী ও পাপীদের সঙ্গে বসে কেন খাওয়াদাওয়া করেন?” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 কিন্তু তিনি গুনাহ্গার ও কর-আদায়কারীদের সঙ্গে ভোজন করছেন দেখে ফরীশীদের আলেমেরা তাঁর সাহাবীদেরকে বললো, উনি কর-আদায়কারী ও গুনাহ্গারদের সঙ্গে ভোজন পান করেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)16 Kintu tini kara‐gráhak o pápiganer sahit bhojan karitechen, táhá dekhiyá shástrádhyápak o Pharishigan táṇhár shishyadigake kahila, uni kena kara‐gráhak o pápi lokder sahit bhojan pán karen? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 কয়েকজন ফরিশী ও শাস্ত্রী যীশুকে তাদের সঙ্গে খেতে দেখে তাঁর শিষ্যদের বললেন, যীশু কর আদায়কারীর আর পাপীদের সঙ্গে কেন আহারে বসেছেন? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 কিন্তু তিনি পাপী ও করগ্রাহীদের সঙ্গে ভোজন করিতেছেন দেখিয়া ফরীশীদের অধ্যাপকেরা তাঁহার শিষ্যদিগকে কহিল, উনি করগ্রাহী ও পাপীদের সঙ্গে ভোজন পান করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 কিন্তু ফরীশী দলের ব্যবস্থার শিক্ষকরা যীশুকে কর আদায়কারী ও মন্দ লোকদের সঙ্গে খেতে দেখে তাঁর শিষ্যদের বললেন, “যীশু কর আদায়কারী ও মন্দ লোকদের সঙ্গে খেতে বসেন কেন?” অধ্যায় দেখুন |