মার্ক 2:14 - বাংলা সমকালীন সংস্করণ14 এরপর সেখান থেকে ফেরার পথে যীশু দেখলেন, আলফেয়ের পুত্র লেবি কর আদায়ের চালাঘরে বসে আছেন। যীশু তাঁকে বললেন, “আমাকে অনুসরণ করো।” লেবি তখনই উঠে পড়লেন ও তাঁকে অনুসরণ করতে লাগলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 পরে তিনি যেতে যেতে দেখলেন, আল্ফেয়ের পুত্র লেবি করগ্রহণ-স্থানে বসে আছেন। তিনি তাঁকে বললেন, আমাকে অনুসরণ কর; তাতে তিনি উঠে তাঁর পিছনে চলতে লালেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)14 Pare jáite jáite Álpheyer puttra Lebike kara‐grahan stháne upabishṭa dekhiyá táháke kahilen, ámár pashcát áisa; táháte se uṭhiyá táṇhár pashcát gaman karila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 সেখান থেকে চলে যাওয়ার পথে যীশু দেখলেন কর আদায়ের দপ্তরে আলফেয়ের পুত্র লেবি বসে আছেন। যীশু তাঁকে বললেন, আমার অনুগামী হও তিনি তখনই উঠে যীশুকে অনুসরণ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 পরে তিনি যাইতে যাইতে দেখিলেন, আল্ফেয়ের পুত্র লেবি করগ্রহণ-স্থানে বসিয়া আছেন; তিনি তাঁহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইস; তাহাতে তিনি উঠিয়া তাঁহার পশ্চাৎ গমন করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 পরে তিনি পথে যেতে যেতে দেখলেন, এক কর আদায়কারী, আলফেয়ের ছেলে লেবি কর আদায়ের ঘরে বসে আছেন। তিনি তাকে বললেন, “এস, আমার সাথে চল।” তা শুনে লেবি উঠে পড়লেন এবং যীশুর সঙ্গে গেলেন। অধ্যায় দেখুন |