মার্ক 2:13 - বাংলা সমকালীন সংস্করণ13 যীশু আবার গালীল সাগরের তীরে চলে গেলেন। সেখানে অনেক লোক তাঁর কাছে এসে উপস্থিত হল এবং তিনি তাদের শিক্ষা দিতে লাগলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 পরে তিনি আবার বের হয়ে সাগরের তীরে গমন করলেন। তখন সমস্ত লোক তাঁর কাছে আসল, আর তিনি তাদেরকে উপদেশ দিলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)13 Pare tini punarbár báhir haiyá samudra‐tíre gaman karilen, ebaṇg lok‐samúha táṇhár nikaṭ áile táhádigake upadesh dilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 যীশু আবার ফিরে গেলেন গালীল সাগরের উপকূলে। জনতা তার চারিদিকে ভিড় করে দাঁড়াল। যীশু তাদের উপদেশ দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 পরে তিনি আবার বাহির হইয়া সমুদ্র-তীরে গমন করিলেন, এবং সমস্ত লোক তাঁহার নিকটে আসিল, আর তিনি তাহাদিগকে উপদেশ দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 এরপর তিনি আবার হ্রদের ধারে ফিরে গেলে, সমস্ত লোক তাঁর কাছে এল, আর তিনি তাদের শিক্ষা দিতে লাগলেন। অধ্যায় দেখুন |