মার্ক 16:18 - বাংলা সমকালীন সংস্করণ18 তারা হাতে করে সাপ তুলে ধরবে, আর তারা প্রাণনাশক বিষ পান করলেও তাদের কোনো ক্ষতি হবে না; তারা পীড়িত ব্যক্তিদের উপরে হাত রেখে প্রার্থনা করবে, আর তারা সুস্থ হবে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 এবং প্রাণনাশক কিছু পান করলেও তাতে কোন মতে তাদের ক্ষতি হবে না; তারা অসুস্থদের উপরে হাত রাখবে, আর তারা সুস্থ হবে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)18 ár sarpa tulibe; ebaṇg prána‐náshak kona bastu pán karile táhá táháder kona háni karibe ná; ebaṇg píṛitader gátre hastárpan karile táhárá sustha haibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 হাত দিয়ে তারা সাপ ধরবে। যদি তারা বিষ পানও করে তবু তাদের কোন ক্ষতি হবে না। অসুস্থ মানুষের উপর তারা হস্তার্পণ করলে রোগীরা সুস্থ হয়ে যাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তাহারা সর্প তুলিবে, এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোন মতে তাহাদের হানি হইবে না; তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে, আর তাহারা সুস্থ হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 হাতে করে সাপ তুলবে এবং মারাত্মক কিছু খেলেও তাদের কোন ক্ষতি হবে না; আর তারা অসুস্থ লোকের ওপর হাত রাখলে তারা সুস্থ হবে।” অধ্যায় দেখুন |