মার্ক 16:1 - বাংলা সমকালীন সংস্করণ1 বিশ্রামদিন অতিক্রান্ত হলে, মাগ্দালাবাসী মরিয়ম, যাকোবের মা মরিয়ম ও শালোমি কিছু সুগন্ধিদ্রব্য কিনে নিয়ে এলেন, যেন যীশুর দেহে তা লেপন করতে পারেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 বিশ্রামবার অতীত হলে পর মগ্দলীনী মরিয়ম, ইয়াকুবের মা মরিয়ম এবং শালোমী সুগন্ধি দ্রব্য ক্রয় করলেন, যেন গিয়ে তাঁর লাশে মাখাতে পারেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)1 Bishrám din atíta haile par Magdalíní Mariyam o Jákober mata Mariyam ebaṇg Shálomí táṇháke mákháite jáibár janye sugandhi drabya kray karila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 সাব্বাথ বার কেটে গেলে মাগ্দালা নিবাসী মরিয়ম, যাকোবের মা মরিয়ম আর শালোমী যীশুর দেহে মাখাবার জন্য সুগন্ধি মশলা কিনলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 বিশ্রামদিন অতীত হইলে পর মগ্দলীনী মরিয়ম, যাকোবের মাতা মরিয়ম এবং শালোমী সুগন্ধি দ্রব্য ক্রয় করিলেন, যেন গিয়া তাঁহাকে মাখাইতে পারেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 বিশ্রাম শেষ হলে মরিয়ম মগ্দলীনী, যাকোবের মা মরিয়ম সুগন্ধি মশলা কিনলেন যেন গিয়ে যীশুর দেহে মাখাতে পারেন। অধ্যায় দেখুন |