Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 15:41 - বাংলা সমকালীন সংস্করণ

41 গালীলে এসব নারী তাঁকে অনুসরণ করে তাঁর পরিচর্যা করতেন। আরও অনেক নারী, যারা তাঁর সঙ্গে জেরুশালেমে এসেছিলেন, তাঁরাও সেখানে উপস্থিত ছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

41 যখন তিনি গালীলে ছিলেন, তখন এঁরা তাঁর পিছনে পিছনে যেতেন ও তাঁর পরিচর্যা করতেন। আরও অনেক স্ত্রীলোক সেখানে ছিলেন, যাঁরা তাঁর সঙ্গে জেরুশালেমে এসেছিলেন।

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

41 ihárá púrbe jakhan tini Gálíle chilen, takhan táṇhár pashcát pashcát gaman kariyá táṇhár paricarjyá karita. Ebaṇg táṇhár sange Jirúsháleme ágata anya anek strílok‐o sei stháne chila.

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

41 যীশু যখন গালীলে ছিলেন তখন থেকে এঁরা তাঁর অনুগামী হয়েছিলেন এবং তাঁর সেবা করতেন। সেখানে আরও অনেক মহিলা ছিলেন। তাঁরাও যীশুর সঙ্গে জেরুশালেমে এসেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

41 যখন তিনি গালীলে ছিলেন, তখন ইহাঁরা তাঁহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিয়া তাঁহার পরিচর্য্যা করিতেন। আরও অনেক স্ত্রীলোক সেখানে ছিলেন, যাঁহারা তাঁহার সঙ্গে যিরূশালেমে আসিয়াছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

41 যখন যীশু গালীলে ছিলেন, তখন এই মহিলারা তাঁর সঙ্গে যেতেন এবং তাঁর দেখাশোনা করতেন। আরও বহু স্ত্রীলোক তখন সেখানে ছিলেন যাঁরা যীশুর সাথে জেরুশালেমে এসেছিলেন।

অধ্যায় দেখুন কপি




মার্ক 15:41
3 ক্রস রেফারেন্স  

তারপর সেই এগারোজন শিষ্য গালীলের সেই পর্বতে গেলেন, যেখানে যীশু তাদের যেতে বলেছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন