মার্ক 15:20 - বাংলা সমকালীন সংস্করণ20 তাঁকে নিয়ে বিদ্রুপের পর্ব এভাবে শেষ হলে, তারা বেগুনি রংয়ের পোশাকটি খুলে নিল ও তাঁর নিজের পোশাক তাঁকে পরিয়ে দিল। তারপর তারা তাঁকে ক্রুশার্পিত করার জন্য নিয়ে গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 তাঁকে বিদ্রূপ করার পর তারা ঐ বেগুনে কাপড় খুলে তাঁর নিজের কাপড় পরিয়ে দিল। পরে তারা ক্রুশে দেবার জন্য তাঁকে বাইরে নিয়ে গেল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)20 Ei prakáre táṇháke bidrúp karile par ai krishnalohita barna bastra khuliyá punashca táṇhár nij bastra paráila. Pare táṇháke krushe áropan karite báhire laiyá gela. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 উপহাস বিদ্রূপের পালা শেষ হলে তারা তাঁর গা থেকে বেগুনী পোষাক খুলে নিয়ে আবার তাঁকে তাঁর নিজের পোষাক পরিয়ে দিল। যীশুকে তারা নিয়ে চলল ক্রুশে বিদ্ধ করার জন্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 তাঁহাকে বিদ্রূপ করিবার পর তাহারা ঐ বেগুনিয়া কাপড় খুলিয়া তাঁহার নিজের কাপড় পরাইয়া দিল। পরে তাহারা ক্রুশে দিবার জন্য তাঁহাকে বাহিরে লইয়া গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 তাঁকে নিয়ে এইভাবে মজা করবার পর তারা ঐ বেগুনী রঙের কাপড় খুলে নিয়ে তাঁর নিজের কাপড় পরিয়ে দিল। আর ক্রুশে দেবার জন্য তাঁকে বাইরে নিয়ে গেল। অধ্যায় দেখুন |