মার্ক 15:1 - বাংলা সমকালীন সংস্করণ1 খুব ভোরবেলায়, প্রধান যাজকেরা, লোকদের প্রাচীনবর্গ ও শাস্ত্রবিদরা সমস্ত মহাসভার সঙ্গে এক সিদ্ধান্তে উপনীত হল। তারা যীশুকে বেঁধে পীলাতের কাছে নিয়ে গেল ও তাঁর হাতে তাঁকে সমর্পণ করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 আর প্রধান ইমামেরা খুব ভোরে প্রাচীন নেতাদের, আলেমদের ও সমস্ত মহাসভার সংগে পরামর্শ করে ঈসাকে বেঁধে নিয়ে গিয়ে পীলাতের হাতে তুলে দিল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)1 Pare prabhát haibámátra pradhán jájakgan o prácínbarga o shastrádhyápakerá prabhriti samasta mahásabhá mantraná kariyá Jíshuke bándhiyá Píláter nikaṭ laiyá giyá samarpan karila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 সকাল হওয়ার সঙ্গে সঙ্গে পুরোহিতদের নেতৃবৃন্দ সমাজপতি, শাস্ত্রী ও সমগ্র মহাসভার সদস্যদের সঙ্গে শলাপরামর্শ করলেন। তারপর রতাঁরা যীশুকে বেঁধে নিয়ে গিয়ে পীলাতের হাতে তুলে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 আর প্রভাতেই প্রাচীনবর্গ ও অধ্যাপকদের সঙ্গে প্রধান যাজকগণ এবং সমস্ত মহাসভা মন্ত্রণা করিয়া যীশুকে বাঁধিয়া লইয়া গিয়া পীলাতের নিকটে সমর্পণ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 সকাল হতেই প্রধান যাজকরা, বয়স্ক ইহুদী নেতারা, ব্যবস্থার শিক্ষকরা ও সমস্ত মহাসভার লোকেরা শলাপরামর্শ করলেন। তাঁরা যীশুকে বেঁধে পীলাতের কাছে পাঠালেন এবং তাঁর হাতে তুলে দিলেন। অধ্যায় দেখুন |