মার্ক 14:61 - বাংলা সমকালীন সংস্করণ61 যীশু তবুও নীরব রইলেন, কোনও উত্তর দিলেন না। মহাযাজক তাঁকে আবার জিজ্ঞাসা করলেন, “তুমিই কি সেই খ্রীষ্ট, পরমধন্য ঈশ্বরের পুত্র?” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস61 কিন্তু তিনি নীরব রইলেন, কোন জবাব দিলেন না। আবার মহা-ইমাম তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই মসীহ্, পরমধন্যের পুত্র? অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)61 Kintu tini mauní haiyá rahilen, kona uttar dilen ná. Punashca mahájájak jijnásá kariyá táṇháke kahila, Tumi ki sei Parama‐dhanyer Puttra Khrishta? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)61 যীশু নীরব, কোন উত্তর দিলেন না। প্রধান পুরোহিত আবার তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমিই কি সেই খ্রীস্ট, পরমধন্য ঈশ্বরের পুত্র? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)61 কোন উত্তর দিলেন না। আবার মহাযাজক তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি সেই খ্রীষ্ট, পরমধন্যের পুত্র? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল61 কিন্তু তিনি চুপচাপ থাকলেন, কোন উত্তর দিলেন না। আবার মহাযাজক তাঁকে জিজ্ঞেস করলেন, “তুমি কি সেই পরম খ্রীষ্ট পরম ধন্য, ঈশ্বরের পুত্র?” অধ্যায় দেখুন |