মার্ক 14:55 - বাংলা সমকালীন সংস্করণ55 প্রধান যাজকেরা ও সমস্ত মহাসভা যীশুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ খুঁজছিল, কিন্তু তারা সেরকম কিছুই পেল না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস55 তখন প্রধান ইমামেরা ও সমস্ত মহাসভা ঈসাকে হত্যা করার জন্য তাঁর বিরুদ্ধে সাক্ষ্য খোঁজ করলো, কিন্তু পেল না। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)55 Takhan pradhán jájakgan prabhriti samasta mahásabhá Jíshuke badh karibár janye táṇhár pratikúle sákshyer ceshta karila, kintu páila ná. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)55 নেতৃস্থানীয় পুরোহিতেরা ও সমগ্র মহাসভা যীশুর বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ খুঁজতে লাগলেন যাতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়অ যায় কিন্তু কোন কিছুই পাওয়া গেল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)55 তখন প্রধান যাজকগণ ও সমস্ত মহাসভা যীশুকে বধ করিবার জন্য তাঁহার বিরুদ্ধে সাক্ষ্য অন্বেষণ করিল, কিন্তু পাইল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল55 তখন প্রধান যাজকরা এবং মহাসভার সকলেই এমন একজন সাক্ষী খুঁজছিলেন যার কথার জোরে যীশুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায়; কিন্তু তেমন সাক্ষ্য তাঁরা পেলেন না। অধ্যায় দেখুন |