মার্ক 14:38 - বাংলা সমকালীন সংস্করণ38 জেগে থাকো ও প্রার্থনা করো, যেন প্রলোভনে না পড়ো। আত্মা ইচ্ছুক, কিন্তু শরীর দুর্বল।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 তোমরা জেগে থাক ও মুনাজাত কর যেন পরীক্ষায় না পড়; রূহ্ ইচ্ছুক বটে, কিন্তু দেহ দুর্বল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)38 Tomará jágrat thákiyá prárthaná kara, páche paríksháte paṛa. Átmá icchuk baṭe, kintu sharír durbal. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 জেগে থাক, প্রার্থনা কর যেন প্রলোভনে না পড়। আত্মা আগ্রহী হলেও দেহ দুর্বল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 তোমরা জাগিয়া থাক ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়; আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্ব্বল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 তোমরা জেগে থাক এবং প্রার্থনা কর, যাতে প্রলুব্ধ না হও। আত্মা ইচ্ছুক কিন্তু শরীর দুর্বল।” অধ্যায় দেখুন |