Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 14:32 - বাংলা সমকালীন সংস্করণ

32 পরে তাঁরা গেৎশিমানি নামে পরিচিত একটি স্থানে গেলেন। আর যীশু তাঁর শিষ্যদের বললেন, “আমি যখন প্রার্থনা করি, তোমরা এখানে বসে থাকো।”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

32 পরে তাঁরা গেৎশিমানী নামক একটি স্থানে আসলেন; আর তিনি তাঁর সাহাবীদেরকে বললেন, আমি যতক্ষণ মুনাজাত করি, তোমরা এখানে বসে থাক।

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

32 Apar táṇhárá Getshimání námak ek stháne upasthita haile tini ápan shishyadigake kahilen, Jábat ámi prárthaná kari, tábat tomará ei stháne basiyá tháka.

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

32 গেৎশিমানী নামে একটা জায়গায় তাঁরা এলেন। যীশু তাঁর শিষ্যদের বললেন, যতক্ষণ আমি প্রার্থনা করি, তোমরা ততক্ষণ এখানে বসে থাক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

32 পরে তাঁহারা গেৎশিমানী নামক এক স্থানে আসিলেন; আর তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, আমি যতক্ষণ প্রার্থনা করি, তোমরা এখানে বসিয়া থাক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

32 তখন তাঁরা গেৎশিমানী নামে একস্থানে এলেন। আর যীশু তাঁর শিষ্যদের বললেন, “যতক্ষণ আমি প্রার্থনা করি, তোমরা এখানে বসে থাক।”

অধ্যায় দেখুন কপি




মার্ক 14:32
10 ক্রস রেফারেন্স  

আর একবার তিনি দূরে গিয়ে সেই একই প্রার্থনা করলেন।


তিনি বললেন, “আব্বা, পিতা, তোমার পক্ষে সবকিছুই করা সম্ভব। এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। তবুও আমার ইচ্ছা অনুযায়ী নয়, কিন্তু তোমারই ইচ্ছা অনুযায়ী হোক।”


আমার বন্ধুত্বের বিনিময়ে তারা আমাকে অভিযুক্ত করেছে, কিন্তু আমি প্রার্থনায় রত থেকেছি।


কিন্তু পিতর আরও জোরের সঙ্গে বললেন, “আপনার সঙ্গে যদি আমাকে মৃত্যুবরণও করতে হয়, তাহলেও আমি আপনাকে কখনোই অস্বীকার করব না।” আর বাকি সকলেও একই কথা বললেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন