মার্ক 14:18 - বাংলা সমকালীন সংস্করণ18 আসনে হেলান দিয়ে তাঁরা যখন আহার করছিলেন, তিনি বললেন, “আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে—সে আমারই সঙ্গে আহার করছে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তাঁরা বসে ভোজন করছেন, এমন সময়ে ঈসা বললেন, আমি তোমাদেরকে সত্যি বলছি, তোমাদের এক জন আমাকে ধরিয়ে দেবে, সে আমার সঙ্গে ভোজন করছে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)18 Pare sakale basiyá jakhan bhojan karitechilen, takhan Jíshu kahilen, Ámi satya kariyá tomádigake kahitechi, ámár sahit bhojankári tomáder madhye ek jan ámáke dharáiyá dibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তাঁদের সঙ্গে বসে আহারের সময় যীশু বললেন, সত্যিই আমি তোমাদের বলছি, তোমাদেরই একজন, যে আমার সঙ্গে খাচ্ছে, সে-ই আমাকে ধরিয়ে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তাঁহারা বসিয়া ভোজন করিতেছেন, এমন সময়ে যীশু বলিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমাদের এক জন আমাকে সমর্পণ করিবে, সে আমার সহিত ভোজন করিতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 যখন তাঁরা একসঙ্গে খেতে বসেছেন, যীশু বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যারা আমার সঙ্গে খেতে বসেছ, তোমাদের মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে।” অধ্যায় দেখুন |