মার্ক 13:22 - বাংলা সমকালীন সংস্করণ22 কারণ ভণ্ড খ্রীষ্টেরা ও ভণ্ড ভাববাদীরা উপস্থিত হয়ে বহু চিহ্ন ও অলৌকিক কাজ করে দেখাবে, যেন সম্ভব হলে মনোনীতদেরও প্রতারিত করতে পারে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 কেননা ভণ্ড মসীহ্রা ও ভণ্ড নবীরা উঠবে এবং নানা চিহ্ন-কাজ ও অদ্ভুত লক্ষণ দেখাবে, যেন, যদি হতে পারে, তবে মনোনীতদেরকেও ভুলায়। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)22 Kenaná anek bhákta Khríshta o bhákta bhábabádí uṭhiyá eman abhijnán o adbhuta lakshan pradarshan karibe, je jadi sambhab hay tabe manoníta lokdigakeo bipatha‐gámí karibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 কারণ তখন অনেকে নকল মশীহ ও ভণ্ড নবীর উদ্ভব হবে। তারা চমকপ্রদ নিদর্শন ও অলৌকিক কাণ্ড দেখিয়ে সম্ভব হলে মনোনীতদেরও বিপথে নিয়ে যাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 কেননা ভাক্ত খ্রীষ্টেরা ও ভাক্ত ভাববাদীরা উঠিবে, এবং নানা চিহ্ন ও অদ্ভুদ লক্ষণ দেখাইবে, যেন, যদি হইতে পারে, তবে মনোনীতদিগকেও ভুলায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 কারণ ভণ্ড খ্রীষ্টেরা এবং ভাববাদীরা উঠবে এবং নানা চিহ্ন ও অলৌকিক কাজ করে দেখাবে, এমন কি সম্ভব হলে মনোনীত লোকদেরও ভোলাবে। অধ্যায় দেখুন |